January 3, 2025

এবার অরঙ্গাবাদে পতাকা বিড়ি ফ্যাক্টরীতে ইনকাম ট্যাক্সের হানা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

1 min read

এবার অরঙ্গাবাদে পতাকা বিড়ি ফ্যাক্টরীতে ইনকাম ট্যাক্সের হানা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

ফের মুর্শিদাবাদে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা। বুধবার সকাল সকাল সুতির অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা অফিসে আসেন তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে তারপরেই শুরু হয়

 

আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দপ্তর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। এবার অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিলো ইনকাম ট্যাক্স দপ্তর। সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দপ্তরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।এছাড়াও পতাকা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড যে কটা অফিস রয়েছে যেমন বীরভূমের রাজগ্রাম, মালদার তিনটি অফিস, জঙ্গিপুর, ডাকবাংলোর মোড় প্রভৃতি অফিসে একসাথে আয়কর দপ্তরের একই দিনে হানা।

2 thoughts on “এবার অরঙ্গাবাদে পতাকা বিড়ি ফ্যাক্টরীতে ইনকাম ট্যাক্সের হানা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *