January 3, 2025

ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভূষ্মিত বেশ কয়েকটি দোকান।

1 min read

ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভূষ্মিত বেশ কয়েকটি দোকান।

 

মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভূষ্মিত বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্হানীয়দের অনুমান নোংরা আবর্জনা থেকেই এই আগুন লাগতে পারে।জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পায় স্হানীয়রা।

 

আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি কাপর সহ অন্যান্য দোকানে আগুন লেগে যায়। প্রথমে স্হানীয়রায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। পরে খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগুন কি ভাবে লাগল তা তদন্ত শুরু করেছে পুলিশ।

3 thoughts on “ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভূষ্মিত বেশ কয়েকটি দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *