January 5, 2025

ড:সুনীল চন্দ সম্পাদিত “দিনাজপুর কথা”প্রকাশিত হল কলকাতা বই মেলায়_

1 min read

ড:সুনীল চন্দ সম্পাদিত “দিনাজপুর কথা”প্রকাশিত হল কলকাতা বই মেলায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ ফেব্রুয়ারি সম্প্রতি কলকাতা বই মেলায় এবার প্রকাশিত হল উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট সাংবাদিক ড:সুনীল চন্দ সম্পাদিত “দিনাজপুর কথা”। চাল চিনি গুর এই নিয়েই দিনাজপুর কথিত থাকলেওপুরাতত্ব এর দিনাজপুর জেলা প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ছাড়াও লোকসংস্কৃতির পীঠস্থান এই দিনাজপুর।আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতির ধারায় দিনাজপুর তার অতীত ঐতিহ্য বর্তমানেও সমান তালে বহন করে চলেছে।দিনাজপুর জেলার তুলাইপাজি চাল বা মুখোশ নৃত্য তার সুনাম যেমন শুধু সারা ভারত বর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তার ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ায় এ রাজ্য এবং

 

 

দেশ যেমন গর্বিত,তেমনি দিনাজপুরের প্রাচীন লোকসংস্কৃতি যেমন গ্রাম্য খনপালা, মুখা নাচ, কানা বিষ হরি,জলমাঙা গান আজও এ যুগেও সাধারন মানুষের মধ্যে বিশাল প্রভাব বিস্তার করে থাকে। ড: সুনীল চন্দ একদিকে যেমন সাংবাদিক কবি,তেমনি অন্য দিকে প্রবন্ধকার ।তিনি সুদীর্ঘ কাল ধরে দিনাজপুরের লোকসংস্কৃতি নিয়ে গবেষনা করে এসেছেন। ড:সুনীল চন্দ উক্ত বিষয়ের উপর প্রচুর প্রবন্ধ ও গ্রন্থের রচয়িতা।নিজের জেলা এবং রাজ্য ছাড়াও তিনি তিনি জাতীয় স্তরেও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

জানা যায় আজকাল পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত ড:সুনীল চন্দ এর ১১টি নিবন্ধ একত্রিত করে “কলাবতী মুদ্রার”উদ্যোগে ২০১২ সালে প্রকাশিত হয়েছিল ” দিনাজপুর কথা”। পরবর্তীতে ২০১৬ সালে আরো অত্যন্ত গুরুত্বপূর্ন ২৫ টি নিবন্ধ নিয়ে পুনরায় “কলাবতী মুদ্রার”পক্ষ থেকে প্রকাশিত হয় “দিনাজপুর কথা”দ্বিতীয় মঞ্জুষ পুস্তকটি।বাংলার প্রাচীন ভূমি দিনাজপুরের মাটি থেকে আনা ইতিহাস সমৃদ্ধ ও লোকশিল্প সমৃদ্ধ দুটি মূল্যবান গ্রন্থকে একত্রিত করে প্রকাশিত হল যে গ্রন্থটি যাকিনা বর্তমান ও আগামী প্রজন্মের পাঠকদের কাছে নিসন্দেহে এই গ্রন্থটি একটি দলিলের কাজ করবে ভবিষতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *