কুয়াশায় ঢাকা ডুয়ার্স
1 min readকুয়াশায় ঢাকা ডুয়ার্স
ঘন কুয়াশায় ঢাকা ডুয়ার্স। এবছর সব থেকে বেশি কুয়াশা পড়েছে বৃহস্পতিবার ভোর থেকে। কুয়াশার পাশাপাশি রয়েছে কনকনে ঠান্ডা। মালবাজার, মহকুমার বিভিন্ন এলাকা ভোর থেকেই কুয়াশার চাঁদরে ঢেকেছে। দৃশ্যমানতা এতটাই কম যে গাড়ি চলাচল সে ভাবে চলছে না রাজ্য এবং জাতীয় সড়কে।
যেসব গাড়ি চলছে, তা খুব ধীর গতিতে এবং লাইট জালিয়ে। রাস্তা ঘাটে নেই লোকজন।যেসব মানুষ প্রতিদিন প্রাতঃভ্রমণ এ বের হয়, আজ প্রচন্ড কুয়াশার কারনে সেইসব মানুষেরো দেখা নেই। আজ পথ চলতি মানুষের বক্তব্য, যত বেলা বাড়ছে ততই কুয়াশার দাপট বাড়ছে। এই কুয়াশার কারনে দুর্ঘটনা ঘটনার আশঙ্কাও করছেন মানুষ, কারন দৃশ্যমানতা খুবই কম। ৩০ মিটারের মধ্যে মানুষ জন দেখা যাচ্ছে না রাস্তাঘাটে। ঘরবাড়ি, খেলার মাঠ সব কুয়াশায় ঢেকে গেছে। তবে কিছু কিছু মানুষ কুয়াশা এবং ঠান্ডা দুটোকেই উপভোগ করছে।