December 22, 2024

দীর্ঘ ১১ বছর চাকরির পর চরম অনিশ্চয়তার মুখে অস্থায়ী শিক্ষিকা, বিক্ষোভ স্কুল গেটে

1 min read

দীর্ঘ ১১ বছর চাকরির পর চরম অনিশ্চয়তার মুখে অস্থায়ী শিক্ষিকা,  বিক্ষোভ স্কুল গেটে

শুভজিৎ দাস:   দীর্ঘ ১১ বছর ধরে দেবীনগর গয়লাল গার্লস হাই স্কুলে অস্থায়ী কম্পিউটার শিক্ষিকা হিসাবে কাজ করছেন ডলি দত্ত। মঙ্গলবার  স্কুলে এসে তিনি জানতে পারেন আর চাকরি নেই তার। একটি বেসরকারি কোম্পানি তার জায়গায় আরেক শিক্ষিকাকে নিয়োগ পত্র দিয়েছেন। তিনি তা মেনে নিতে না পেরে এলাকার বাসিন্দাদের নিয়ে স্কুল গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নতুন শিক্ষিকাকে স্কুলে ঢোকার আগেই তাকে গেটে আটকে দেওয়া হয়।

রায়গঞ্জ কলেজপাড়ার বাসিন্দা ডলি দত্ত স্থানীয় দেবীনগর গয়লাল গার্লস হাই স্কুলে কম্পিউটার শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেন ২০১১ সালের ২ মে। তার দাবি, স্কুল আমাকে সহযোগিতা করেছে। প্রধানশিক্ষিকা ওই বেসরকারি কোম্পানিকে জানিয়ে দিয়েছিল তাদের একজন শিক্ষিকা আছেন। তাই তাকেই নিয়োগপত্র দিতে হবে। কিন্তু সেই কোম্পানি স্কুলের আবেদনে সাড়া না দিয়ে নতুন একজনকে পাঠিয়ে দিয়েছেন। তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন তার প্রতিবেশী ও স্থানীয় লোকেরা। এদিন স্কুলের গেটের সামনে তীব্র বিক্ষোভ দেখায়। স্কুলের নব নিযুক্ত কম্পিউটার শিক্ষিকা হৈমন্তী রায়চৌধুরীকে স্থানীয়রা স্কুলে ঢুকতে বাধা দেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *