October 25, 2024

কালী পূজা উপলক্ষে চোপড়ার বেশ কয়েক জায়গায় জম জমাট, পালা গানের আসর ।

1 min read

কালী পূজা উপলক্ষে চোপড়ার বেশ কয়েক জায়গায় জম জমাট, পালা গানের আসর ।

জয়দেব গোপ চোপড়া । প্রতিবছরের মত এবারও কালী পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বেশ কয়েক জায়গায় জমে উঠেছে পালা গানের আসর । বৃহস্পতিবার সকাল থেকে সোনাপুর অঞ্চলের ঘরু গছ লখাল দেবীর মেলা এবং পাঁচালী পালা গানের আসর বসে স্কুল মাঠে । আয়োজক কমিটির পক্ষে দেবাশীষ সিংহ বন্ধন সিংহ এবং সুবল সিংহ জানান এবারে তাদের ১২৭ তম বর্ষ ।

।এখানকার বিশেষ আকর্ষণ পাঁচালী পালা গানের আসর । স্থানীয় রাজবংশী ভাষায় এই গান শুনতে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ আসর জমিয়ে রাখেন । ।এই গানের বৈশিষ্ট্য হলো ছেলেরাই মহিলা সেজে স্ত্রী চরিত্রে অভিনয় করেন । এই এলাকায় এই গান শোনার জন্য মুখিয়ে থাকেন এলাকার মানুষ ।

ঘরু গছ ছাড়াও গোয়াল টুলি গ্রামে বৃহস্পতিবার সারারাত ধরে চলে রং পাঁচালী পালা গানের আসর । হাস্য কৌতুকে আসর জমিয়ে রাখেন বড় গছ এর ধীরেন্দ্র মালাকারের দল । আয়োজক কমিটির পক্ষে অপু পাল এবং প্রবীণ লোক শিল্পী সুবল গোপ জানান, কালি পূজা উপলক্ষে গ্রাম বাসীদের বিনোদনের জন্য পালা গানের আয়োজন করা হয় । চোপড়া ব্লকের মানুষ খুবই সংস্কৃতি প্রেমী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *