কালিয়াগঞ্জে মঞ্চ একুশের ২৩৮ তম সাহিত্য আসরের এবারের আলোচ্য বিষয়”রাজা ঋষি সমাহার
1 min readকালিয়াগঞ্জে মঞ্চ একুশের ২৩৮ তম সাহিত্য আসরের এবারের আলোচ্য বিষয়”রাজা ঋষি সমাহার
তপন চক্রবর্তী, গত শনিবার কালিয়া গঞ্জের মঞ্চ একুশের ২৩৮ তম অধিবেশনের সাহিত্য আসর স্থানীয় অধ্যাপিকা বুলু মোদকের বাড়ীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় স্বপ্না বনিকের’ যখন পড়বে না মোর ‘ সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর সংস্থার সদস্য প্রয়াত অধ্যাপক আশুতোষ রায়ের স্মৃতিচারণ করেন সংগঠনের সম্পাদক দুলাল ভদ্র। প্রয়াত আশুতোষ রায়ের ছবিতে মাল্যদান করেন সভাপতি ডঃমমতা কুন্ডু ও অন্যান্য উপস্থিত সদস্যরা পুষ্পান্জলি প্রদান করেন। অনুষ্ঠানে আশুতোষ রায়ের সম্পর্কে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন প্রশান্ত বর্মন, ডঃসুভাষ চক্রবর্ত্তীর লেখা কবিতা পাঠ করেন সুস্মিতা চক্রবর্তী, অপর্না গুহঠাকুরতার লেখা পাঠ করেন দিবাকর প্রামাণিক। সঙ্গীত পরিবেশন করেন রাহী মোদক ‘ শিউলি তলায় ভোরবেলা ‘,
দিশিতা প্রামাণিক ‘সাত ভাই চম্পা’,স্বর্নালী সাহা”ঢাকে কাঠি বিসর্জনে’, অর্পিতা মুন্সী ‘আজি শঙ্খে শঙ্খে’,অদিতি ভদ্র’বাঁশিটার একটাই দোষ’,সন্চিতা সিংহ রায় ‘ফুটলো আমার হৃদয় জবা” ও স্বপ্না বনিক’দেখোআলোয় আলো’।
কবিতা পাঠ করেন সংগ্রামী ভট্টাচার্য ‘ হাজার খুশি’, আদৃতা সরকার ‘বদলে গেলো’, ।তন্ময় চৌধুরী ‘খুঁজে নিও আমাকে’ (স্বরচিত), মানবেন্দ্র নাথ কুন্ডু, অন্তরাত্মা কেপে উঠলো’ (স্বরচিত), সুমন্ত অধিকারী ‘উপগ্রহ ‘ (স্বরচিত)। এরপর এদিনের অনুষ্ঠানের মুল বিষয় “রাজা ঝষি সমাহার” শীর্ষক মনোজ্ঞ প্রবন্ধ উপস্থাপিত করেন ইন্দ্রনীল কুন্ডু। সভায় উপস্থিত নয়জন কবি ও সাহিত্যিক প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সবাইকে সমৃদ্ধ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক দুলাল ভদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক প্রশান্ত বর্মন।