তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন
1 min readতৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন
পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দলনেতা অনিলচন্দ্র দেবনাথের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দীর্ঘদিন দিন ধরে ইট, বালি, পাথরের ব্যবসা করার অভিযোগ উঠেছিল। অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর উচ্ছেদের নোটিশ দিলেও তিনি তা উপেক্ষা করে কংক্রিটের বিল্ডিং নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গত রবিবার দপ্তরের তরফে তাঁকে বিল্ডিং ভেঙে সরকারি জায়গা খালি করার নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন।
অবশেষে শনিবার ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বিল্ডিং ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়।এই ঘটনায় ক্ষুব্ধ অনিলবাবুর স্ত্রী বেলাদেবী। তিনি বলেন, ‘এই ব্যবসা আমার নামে।
কিন্তু আমার স্বামীকে নোটিশ দেওয়া হয়েছে। তাই প্রশাসনের চিঠি আমি নিতে চাইনি। আমরা আইনের দ্বারস্থ হব।’ যদিও এদিন অনিলবাবুকে আশেপাশে দেখা যায়নি। বিএলএলআরও শুভঙ্কর সাহা বলেন, ’আমি এ ব্যাপারে কিছু বলব না। বিডিও ও ডিএম সাহেব যা বলার বলবেন।’