আনারসের পাতা থেকে তৈরি হবে এবার রকমারি গয়না, গায়ে পড়ার শাল, বাহারি কার্পেট।
1 min readআনারসের পাতা থেকে তৈরি হবে এবার রকমারি গয়না, গায়ে পড়ার শাল, বাহারি কার্পেট।
রাকেশ রায় ঃ- আনারসের পাতা থেকে তৈরি হতে পারে রকমারি গয়না, গায়ে পড়ার শাল, বাহারি কার্পেট। এরজন্য প্রাথমিকভাবে আনারসের পাতা থেকে ফাইবার তৈরি করতে হয়। তারপর সেই ফাইবারই ব্যবহার হবে এই সব সামগ্রী তৈরিতে।
প্রথম ধাপে উত্তর দিনাজপুরের চোপড়ায় আনারসের পাতা থেকে এই ফাইবার তৈরির কর্মশালা হয় শুক্রবার। চোপড়া ব্লকের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সৌরভ রায় চৌধুরী জানান, এলাকার আনারস চাষিদের নিয়ে একদিনব্যাপী একটি ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়।
এতদিন আনারস থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হত। এবার ফেলে দেওয়া পাতা থেকে ফাইবার উৎপাদন করে বিভিন্ন সামগ্রী তৈরির ব্যাপারে স্থানীয় চাষিদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন চোপড়ার বিডিও অফিস চত্বরে প্রথমে চাষিদের মেশিনের সাহায্যে আনারসের পাতা থেকে ফাইবার উৎপাদনের পদ্ধতি দেখানো হয়। পঞ্চায়েত সমিতির হলঘরে চাষিদের নিয়ে এবিষয়ে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনের আধিকারিকরা।