October 23, 2024

রাধিকাপুরের মঞ্জুশ্রী সরকার সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে স্বর্ন পদক ছিনিয়ে আনলো

1 min read

রাধিকাপুরের মঞ্জুশ্রী সরকার সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে স্বর্ন পদক ছিনিয়ে আনলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যাপীঠের ছাত্রী ভারত_বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাধিকাপুরের মঞ্জুশ্রী সরকার নিখিল ভারত সঙ্গীত সমিতির সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় পঞ্চম বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে স্বর্ন পদক ছিনিয়ে নেয় বলে চিত্রাঙ্কন বিদ্যাপীঠের অধ্যক্ষ মিঠুন সরকার জানায়।

 

মঞ্জুশ্রী বর্তমানে এম এ পাঠরতা।মিঠুন সরকার জানান মঞ্জুশ্রী পড়াশুনার সাথে সাথে ছোট থেকেই অঙ্কন শিল্পে তার একাগ্রতার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ভাবে। তাই ভবিষ্যত জীবনের সাথী হিসাবে বেছে নিয়েছে অঙ্কনকে যাতে অদূর ভবিষ্যতে অঙ্কন নিয়ে বড় কিছু চিন্তা ভাবনা করতে পারে। চিত্রাঙ্কন বিদ্যাপীঠের অধ্যক্ষ মিঠুন সরকার বলেন মঞ্জুশ্রী তাদের অঙ্কন বিদ্যাপীঠের সোনার মেয়ে।তিনি বলেন সোনার মেয়ে মঞ্জুশ্রী তার চিত্রাঙ্কন বিদ্যাপীঠের সুনাম বৃদ্ধি করায় তাকে তিনি অভিনন্দন জানান। মঞ্জুশ্রী বলেন তিনি অঙ্কন প্রতিযোগিতায় ভালো ফসল ঘরে আনার মূল কারিগর কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যাপীঠের মূল কর্নধার মিঠুন সরকার। রাধিকাপুরের মঞ্জুশ্রী সরকার সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ সাফল্য পাওয়ায় রাধিকাপুর ও কালিয়াগঞ্জ শহরের মানুষ মঞ্জুশ্রী সরকারকে অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *