October 23, 2024

ফ্লাইওভার তৈরির পরিকাঠামো খতিয়ে দেখলেন রেলকর্তা রায়গঞ্জে

1 min read

ফ্লাইওভার তৈরির পরিকাঠামো খতিয়ে দেখলেন রেলকর্তা রায়গঞ্জে 

শুভজিৎ দাস  রায়গঞ্জ শহরের যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার তৈরির দাবি দীর্ঘদিন ধরে উঠেছে। দিল্লিতে রেল দপ্তর ও রেলমন্ত্রীর কাছে একাধিকবার এই বিষয়ে তদ্বির করেছেন রায়গঞ্জের (Raiganj) সাংসদ দেবশ্রী চৌধুরী। অবশেষে বুধবার রায়গঞ্জে আসেন রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মহম্মদ স্যামুয়েল। রায়গঞ্জ রেলস্টেশন পরিদর্শনের পাশাপাশি শহরের ঘড়ি মোড় এলাকায় যেখানে রেলের ফ্লাইওভার তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে সেই জায়গা পরিদর্শন করেন তিনি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী।দেবশ্রী চৌধুরী বলেন, ‘রায়গঞ্জ শহরের যানজট দিনের পর দিন বিভীষিকার আকার ধারণ করছে। রায়গঞ্জবাসীর আতঙ্কের কারণ হয়ে গিয়েছে এই যানজট। সেজন্য রেলমন্ত্রীর কাছে একাধিকবার এই বিষয়ে বলেছি। রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে শেষ বৈঠকে

এই বিষয়টি আমি উত্থাপন করি এবং অতি দ্রুত যানজট সমস্যার সমাধান চেয়েছি। আমরা এবং ব্যবসায়ীরা আলাদাভাবে ফ্লাইওভার তৈরির নকশা ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে জমা দিয়েছি। ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে আবেদন রেখেছি যাতে ফ্লাইওভারের নকশা ও আনুমানিক ব্যয়ের হিসাব তৈরি করে দিতে পারেন। নকশা পাওয়ার সঙ্গে সঙ্গে রেলমন্ত্রীর কাছে নকশা ও আনুমানিক খরচের বিষয় নিয়ে আমি হাজির হবো। ফেব্রুয়ারির বাজেটে রায়গঞ্জের ফ্লাইওভার যাতে অনুমোদন পায় সেটাই আমার মূল লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *