কালীপুজো ও ছট পুজো কমিটিগুলি কে নিয়ে শান্তি বৈঠক করল ইসলামপুর পুলিশ প্রশাসন
1 min readকালীপুজো ও ছট পুজো কমিটিগুলি কে নিয়ে শান্তি বৈঠক করল ইসলামপুর পুলিশ প্রশাসন
কালীপুজো ও ছট পুজো কমিটিগুলি কে নিয়ে শান্তি বৈঠক করল ইসলামপুর পুলিশ প্রশাসন। জানা গিয়েছে আগামী ২৪ তারিখে কালীপুজো রয়েছে এবং তার এক সপ্তাহ পর ছট পুজো রয়েছে। এই দুটি পুজো কমিটি গুলিকে নিয়ে আজকে ইসলামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়।
এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই পুজো করার জন্য জানানো হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আই সি সৌমিক চ্যাটার্জি, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন, সহ ইসলামপুর শহরের সমস্ত পুজো কমিটিগুলি এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন।