December 22, 2024

মা মনসা গানের আসর কে কেন্দ্র করে চাঁদেরহাট  

1 min read

মা মনসা গানের আসর কে কেন্দ্র করে চাঁদেরহাট  

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহা রিপোর্ট আজও প্রাচীন লোকসংস্কৃতিকে ঘিরে চাঁদেরহাট বসে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায়। লোকসংস্কৃতি সেই ভাবধারা মানুষকে আজও আকর্ষণ করে রেখেছে।বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে একেক সময় একেক রকম লোকসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়।

তেমন ভাবেই উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত লাহুতাড়া ২ নং গ্রাম লাহুতাড়া সরকার পাড়া গ্ৰামে এবার সাতদিন ব্যাপী অনুষ্ঠিত হলো মা মনসা গানের আসর। জানা যায় এলাকার বাসিন্দা দিনেশ সরকার এর বাড়িতে প্রতিবছর সাতদিন ব্যাপী মনসা পুজা সহ গানের আয়োজন করা হয় ।এবারও তেমন ভাবেই হয়েছে আশেপাশের ৫ টি গ্ৰাম থেকে প্রচুর লোকজন আসেন এই মনসা গান শুনতে। দুই বছর লক ডাউন থাকায় এই আসর বন্ধ ছিল ।কিন্তু এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় দূগা পূজা, লক্ষী পূজা পড়েই এই মনসা গান হলো এই সরকার বাড়িতে।দুর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে এই গান উপভোগ করে খুব আনন্দ পায় বলে জানা যায় । জানা যায় মালদা জেলা থেকে শিল্পীরা এসে এখানে মা মনসার গান পরিবেশন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *