আগামী বছর পঞ্চায়েত নির্বাচন কবে ? ইঙ্গিত দিল রাজ্য নির্বাচন কমিশন
1 min readআগামী বছর পঞ্চায়েত নির্বাচন কবে ? ইঙ্গিত দিল রাজ্য নির্বাচন কমিশন
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিক দল । সব শিবিরেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে মিলল ইঙ্গিত। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল ।এবার জানা গেল আগামী বছর সম্ভবত মার্চ-এপ্রিল মাসেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এই রাজ্যে । আপাতত এই নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই করানো হবে, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসন সূত্রে
।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল অর্থাত্ বুধবার রাজ্যের কুড়িটি জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ সংক্রান্ত একটি খসড়া তালিকা প্রকাশিত হবে । ওই তালিকা নিয়ে কোন রাজনৈতিক দল তাদের সমস্যার কথা জানাতে পারেন জেলা শাসক এবং নির্বাচন কমিশনকে । তার জন্যেও নির্দিষ্ট সময় সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২রা নভেম্বর পর্যন্তই ওই খসড়া তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ জানানোর সুযোগ রয়েছে রাজনৈতিক দলগুলির কাছে।এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে নভেম্বরে শেষের দিকে। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে জানুয়ারিতে । এছাড়াও ভোট গ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে মার্চ-এপ্রিল মাসে। পঞ্চায়েত নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে এই নির্বাচন নিয়ে সামান্য আভাস পাওয়া গিয়েছে কমিশনের তরফ থেকে। এদিকে হাওড়া পৌরসভায় এখনও পর্যন্ত নির্বাচন হয়নি। চলতি বছরে হওয়ার কথা থাকলেও সেই নির্বাচন হয়নি। ২০২৩ সালেই হাওড়া পুরনির্বাচন হতে পারে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্র।