ইসলামপুর মহকুমা হাসপাতালের নর্দমায় সদ্যোজাত মৃত শিশু উদ্ধারে চাঞ্চল্য
1 min readইসলামপুর মহকুমা হাসপাতালের নর্দমায় সদ্যোজাত মৃত শিশু উদ্ধারে চাঞ্চল্য
ইসলামপুর মহকুমা হাসপাতালের নর্দমায় সদ্যোজাত মৃত শিশু উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে তীব্র নিন্দা জানিয়েছেন বাসিন্দারা। সঠিক তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে বাসিন্দারা। জানা গিয়েছে, ইসলামপুর মহকুমা হাসপাতাল লাগোয়া নর্দমায় পড়ে থাকা এক প্লাস্টিক ব্যাগ সম্ভবত খাবারের খোঁজে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নাড়াচাড়া করতে দেখে পথচলতি মানুষরা।
এরপরই আচমকা প্লাস্টিক থেকে শিশুর পা বেরিয়ে আসলে হাদপাতালের সুইপার এসে মৃত শিশুকে প্লাস্টিক থেকে বের করে কাপড় দিয়ে ঢেকে দেয়। এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষেরা। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। শিশুর মৃতদেহ ইসলামপুর মর্গে নিয়ে রাখা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।