দীপাবলীর আগেই বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ#kaliyaganj # দীপাবলিতে তেলে নয়, জল দিয়েই জ্বলবে প্রদীপ
1 min readদীপাবলীর আগেই বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ#kaliyaganj # দীপাবলিতে তেলে নয়, জল দিয়েই জ্বলবে প্রদীপ
হাতেগোনা আর মাত্র কটা দিন। তারপর শুরু হবে আলোর উৎসব দীপাবলি। উৎসবে মেতে উঠবে সমগ্র দেশবাসী। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে প্রদীপ এবং বৈদ্যুতিক টুনির লাইট। উৎসবের মরশুমে উর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারের দাম বেড়েছে প্রদীপ, তেল ও টুনি লাইটের। সেই জন্য পকেটে টান পড়ছে আমজনতার। তাই এ বছর তেলের খরচ বাঁচাতে দীপাবলীর আগেই বাজারে এসেছে ম্যাজিক প্রদীপ।। দীপাবলিতে তেলে নয়, জল দিয়েই জ্বলবে প্রদীপ। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব ।
আলোর উৎসবে এ বছরে বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধু জলে জ্বলবে এই প্রদীপ। অন্যান্য জায়গার মতোই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাসপাতাল রোডে অবস্থিত একটি বৈদ্যুতিক সামগ্রির দোকানে মিলেছে এই ম্যাজিক প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপ না হলেও এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। বৈদ্যুতিক সামগ্রির দোকানের কর্ণধার প্রদীপ মোদক বলেন বাজারে এমনিতেই নতুন জিনিসের চাহিদা থাকে। এবছর দীপাবলি উপলক্ষে এই ম্যাজিক প্রদীপ এসেছে। বর্তমানে তেলের যা দাম তাতে এই ম্যাজিক প্রদীপ ক্রেতাদের জন্য যথেষ্ট লাভজনক। শুধু জলে জ্বলবে এই প্রদীপ। তাই দীপাবলির আগেই এই প্রদীপ কিনতে এখন ভীষণ ব্যস্ত সাধারণ ক্রেতারা। এমনটাই দেখা গেল কালিয়াগঞ্জের হাসপাতাল রোডে অবস্থিত বৈদ্যুতিক সামগ্রিক দোকানে।