পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ বিজেপির, তৈরি নতুন কোর কমিটি
1 min readপঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ বিজেপির, তৈরি নতুন কোর কমিটি
এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রধান লক্ষ্য পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর সেই পঞ্চায়েত ভোটের আগে আবারও সংগঠন শক্তিশালী করার দিকেই মন দিল গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনে হার হলেও বিজেপির লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে জয়। আর সেই সূত্রে বঙ্গ বিজেপিকে শক্তিশালী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা তৈরি করলেন কোর কমিটি।জানা গিয়েছে, এই কোর কমিটিতে রয়েছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এ ছাড়াও কোর কমিটিতে এসেছেন দীর্ঘদিন পর রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল।
উল্লেখযোগ্যভাবে এবার কোর কমিটি থেকে বাদ পড়েছেন রুপা গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত জানা গিয়েছে, কুড়িজনের এই কোর কমিটিতে রাজ্যের বেশিরভাগ সাংসদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।এছাড়াও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া ও অমিত মালব্য। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে কিন্তু প্রেস্টিজের লড়াই এই পঞ্চায়েত নির্বাচন। সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবির ব্লু প্রিন্ট তৈরি করছে। তাই এবার দেখার, বিজেপির নব নির্মিত কোর কমিটি কতটা কার্যকর হয়ে উঠতে পারে পঞ্চায়েত নির্বাচনের ময়দানে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে।