স্টুডেন্ট হেল্থ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে খো খো প্রতিযোগিতা_
1 min readস্টুডেন্ট হেল্থ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে খো খো প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ সেপ্টেম্বর: শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে স্টুডেন্ট হেল্থ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার ব্যবস্থাপনা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুপুরের তীব্র কাঠফাটা রৌদ্রের মধ্যেই।
উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা। মোট চারটি বিদ্যালয়ের মহিলা খো খো খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যথাক্রমে রাধিকাপুর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর মহিমচন্দ্র বিদ্যাভবন, ডালিম গাও উচ্চ বিদ্যালয় এবং জিনগা উচ্চ বিদ্যালয়।
খেলায় চ্যাম্পিয়ন হয় ডালিমগাও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে লক্ষ্মীপুর মহিমচন্দ্র বিদ্যাভবন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস।উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ হোম এর কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি প্রবীর সাহা, সম্পাদক রঞ্জন মোদক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। চ্যাম্পিয়ন দল আগামী ৩০শে ডিসেম্বর গঙ্গারামপুরে স্টুডেন্ট হেল্থ হোমের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক রঞ্জন মোদক জানান।