বুধবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না মানিক ভট্টাচার্য কে
1 min readবুধবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না মানিক ভট্টাচার্য কে
সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি । সিবিআই দপ্তরে হাজিরা দিলেও বুধবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি জানিয়েছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেপ্তার করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন শীর্ষ আদালতের রায়ে আপাতত স্বস্তিতে মানিক ভট্টাচার্য। তবে সিবিআই দপ্তরে যেতে হবে তাঁকে।