লাভপুরের বাঘাগ্রামে ভাদু গান গায় লোকশিল্পীরা ভাদ্র মাসজুড়ে
1 min readলাভপুরের বাঘাগ্রামে ভাদু গান গায় লোকশিল্পীরা ভাদ্র মাসজুড়ে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)২২ সেপ্টেম্বর:ভাদু উৎসবকে আঁকড়ে ধরে রাখতে বীরভূমের লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘা গ্রামের লোকশিল্পীরা ভাদু গান গেয়ে চলেছেন ভাদ্র মাসজুড়ে । পুরুলিয়া জেলায় ভাদু উৎসবের উৎপত্তি । লুপ্তপ্রায় লোকসংস্কৃতি ভাদু গান আঁকড়ে ধরে রাখতে দেখা গেলো লাভপুরের বাঘা গ্রামের লোকশিল্পীদের মধ্যে । লাভপুরের গীতিকার মহম্মদ ওয়ারেস রচিত ভাদু গান এলাকার লোকশিল্পীরা ১৯৮৮ সাল থেকে গাইছেন ।
“বাঘা সম্প্রীতি লোকসংস্কৃতি গোষ্ঠীর পরিচালক বিমল বাগ্দী গানের মাধ্যমে ভাদু উৎসবকে টিকিয়ে রাখতে বলেন । ভাদু গানের গীতিকার মহম্মদ ওয়ারেস চলতি বছর ২রা এপ্রিল প্রয়াত হয়েছেন কিন্তু তাঁর লেখা গান আজও এলাকার লোকশিল্পীদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে । ভাদু গানের এই দলটি লাভপুরের বাঘা, ভাটরা, লাঙলহাটা, কাজীপাড়া গ্রামে ঘুরে ঘুরে ভাদ্র মাসে ভাদু গান গেয়ে চলেছেন ।এই দলে ভাদু গানের প্রধান কন্ঠশিল্পী দশরথ বাগ্দী, হারমোনিয়াম বাজিয়েছেন বিমল বাগ্দী এছাড়াও আনন্দ বাগ্দী, বিমান বাগ্দী, উত্তম বাগ্দী, শ্রীমান বাগ্দী, দেবাশিস বাগ্দী, সুকুমার বাগ্দী, প্রশান্ত বাগ্দী, অষ্টম বাগ্দী, সুরেশ বাগ্দী সহ আরো অনেকেই ভাদু গান গেয়ে এই লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখার বার্তা দেন । প্রয়াত ভাদু গানের গীতিকার মহম্মদ ওয়ারেসের প্রতি লোকশিল্পীরা জানান গভীর শ্রদ্ধা।ভাদু শিল্পীরা জানান তারা তাদের লোক সংস্কৃতিকে ধরে রাখবে তাদের পরবর্তী প্রজন্মের জন্য।