October 24, 2024

কালিয়াগঞ্জে এমএলএ কাপ নিয়ে আলাদা উদ্দীপনা, উদ্যোক্তা বিজেপি এমএলএ বল নিয়ে তৃণমূলের কোটে।

1 min read

কালিয়াগঞ্জে এমএলএ কাপ নিয়ে আলাদা উদ্দীপনা, উদ্যোক্তা বিজেপি এমএলএ বল নিয়ে তৃণমূলের কোটে।

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ।রাজ্যে যখন বিজেপি নেতৃত্বে ” চোর ধরো জেল ভরো ” কর্মসূচি এবং এই কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য ব্যাপী ধুন্দুমার অবস্থা ঠিক সেই সময় শারদ উৎসবের প্রাক মূহুর্তে মহালায়ার দিন কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী ময়দানে খেলা হবে উপলক্ষে সাজ সাজ রব, আলাদা উদ্দীপনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেমন কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর শাবকের জন্ম হচ্ছে বলে পোস্টার দেখা গিয়েছিল তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালিয়াগঞ্জে দিবারাত্রি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের আসল আকর্ষণ এই খেলার উদ্যোক্তা কিন্তু বিজেপি বিনায়ক । আগামী ২৫ সেপ্টেম্বর দিবারাত্রি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে কালিয়াগঞ্জ শহর এবং ব্লকের সর্বস্তরে একটাই আলোচনা উদ্যোক্তা কে নিয়ে।

এই টুর্নামেন্টের উদ্যোক্তা হলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক সৌমেন রায়। এমনি উদ্যোক্তা যিনি তৃণমূল ময়দানে তৃণমূল কংগ্রেসীদের নিয়ে খেলা হবে অনুষ্ঠানে মত্ত হয়েছেন। কালিয়াগঞ্জ শহরের ও ব্লকের সর্বস্তরে তৃণমূল কংগ্রেস সহ সকল রাজনৈতিক দলের একটাই আলোচনা বিধায়ক সৌমেন রায় এমন ধরনের খেলায় খেলতে কিংবা খেলা করাতে ভীষণ পটু বলে অনেকেই বলেছেন। কালিয়াগঞ্জের আম আদমি বলছেন কালিয়াগঞ্জের রাজনৈতিক ইতিহাসে বিধায়কদের মধ্যে এমন গুনধর কোয়ালিটি বিধায়কের দেখা মেলে নি এর আগে বলে অনেকেই মন্তব্য করেছেন। কালিয়াগঞ্জের বিভিন্ন ঠেকে বসলেই শোনা যাচ্ছে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বৈধ এবং অবৈধ বিষয়টি সম্পর্কিত তিনি ভীষণ ওয়াকিবহাল। শহরের ঠেকগুলোর মধ্যে ব্যস্ততম স্টেশন চত্তরের বটগাছের নিচে চা খেতে খেতে বলতে শোনা গেল আরে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় কাগজ কলমে ,আইনে তিনি বিজেপির বৈধ বিধায়ক কিন্তু তৃণমূল কংগ্রেসের অবৈধ। এই কথা শুনে পাশে বসা একজন শ্রোতা বলে উঠলেন বিধায়ক সৌমেন রায় ভালো করেই জানেন বৈধ ও অবৈধ বিষয় সম্পর্কিত। আর কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে দিবারাত্রি মহিলা দের ফুটবল খেলা অর্থাৎ এমএলএ কাপ আগামী ২৫ সেপ্টেম্বর, রবিবার এই নিয়ে যে উৎসাহ উদ্দীপনা তার চেয়েও বেশি চর্চা হচ্ছে উদ্যোক্তা বিজেপি বিধায়ক বল নিয়ে তৃণমূলের কোটে । তবে যাইহোক আগামী ২৫ সেপ্টেম্বর মহলায়ার দিন পিতৃপক্ষের শুভ সুচনায় কালিয়াগঞ্জে জমে উঠবে বিজেপি বিধায়ক সৌমেন রায়ের উদ্দ্যোগে তৃণমূল ময়দানে খেলা হবে দিবারাত্রি মহিলা ফুটবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *