কালিয়াগঞ্জের মঙ্গলদহে বেহাল সেতু, ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে
1 min readকালিয়াগঞ্জের মঙ্গলদহে বেহাল সেতু, ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদহ গ্রামে শ্রীমতি নদীর উপর সেতুটির বেহাল দশা। বারবার দাবি জানিয়েও সুফল মেলেনি। তাই যত দিন যাচ্ছে ততই ক্ষিপ্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা।গ্রামবাসীদের দাবি, এক বছর আগে কালিয়াগঞ্জের বিধায়ক যখন দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন তখন তিনি তড়িঘড়ি তাদের এই গ্রামে এসে চায়ের দোকানে বসে এবং ব্রিজের সামনে দাঁড়িয়ে গ্রামের মানুষকে কথা দিয়েছিলেন খুব শীঘ্রই তাদের বহুদিনের দাবি বেহাল সেতু মেরামত নয়, সম্পূর্ণভাবে
একটি সেতু তিনি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আজ অবধি সেই পাকা সেতু তো দূরের কথা এই বেহাল সেতুরও কোনও সংস্কার হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বেহাল সেতুর উপর দিয়ে।গ্রামের বাসিন্দা বৈজু সরকার বলেন, ‘‘এই সেতুটি এলাকার প্রধান রাস্তার ওপর রয়েছে। ৫-৬টি গ্রামের মানুষকে ওই সেতুর ওপর দিয়েই দোকান, বাজার থেকে শুরু করে হাসপাতাল যেতে হয়। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়। বিধায়কের কাছে সেতু সংস্কারের দাবি জানিয়েছিলাম। তিনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি।’’ টোটো চালকরা জানান, স্কুলের বাচ্চা থেকে অন্যান্য মানুষকে নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে হয়। সেতুর ওপর দিয়ে যাতায়াতের সময় ভয় হয়। আমরা চাই দ্রুত সেতুর সংস্কার হোক।