পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান বিদ্যুৎ দপ্তরে|
1 min readপাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান বিদ্যুৎ দপ্তরে|
প্রবাল সাহা উত্তর দিনাজপুর যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন বিদ্যুৎ দপ্তরে ৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের মূল বিষয়গুলি ছিল পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন হওয়া সত্ত্বেও দিনের মধ্যে বারে বারে বিদ্যুৎ না থাকা, তিন মাসের জায়গায় কলকাতার মতো এই জেলাতেও প্রতি মাসে বিদ্যুৎ বিল প্রদানের ব্যবস্থা করা প্রভূত।
বিদ্যুৎ বিভাগের রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার অনির্বাণ সাহা হাতে ডেপুটেশন পত্রটি তুলে দেওয়া হয়। তিনি জানান পুজোর সময় প্রতিবছরই বিদ্যুতের একটি ঘাটতি দেখতে পাওয়া যায় তবুও তিনি তার দিক থেকে যতটা সম্ভব দাবিগুলি বিবেচনা করবেন। এদিনের ডেপুটেশনে উত্তর দিনাজপুর যুব কংগ্রেসের সভাপতি তুষার গুহ সহ অন্যান্য যুব কংগ্রেসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তুষার বাবু জানান ডেপুটেশনের দাবি পত্রটি সংশ্লিষ্ট আধিকারিকের হাতে তুলে দেওয়া হলো। উনি আশ্বস্ত করেছেন দাবিগুলো সমাধানের বিষয়ে সচেষ্ট থাকবেন। যদি এরপরও সমস্যা গুলি না মেটে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও জানান তিনি।