December 23, 2024

|স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে সচেতনতা শিবির উত্তর দিনাজপুরে||

1 min read

|স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে সচেতনতা শিবির উত্তর দিনাজপুরে||

প্রবাল সাহা  ঃ-   স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করেছে আমানত ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানটি আয়োজিত হয় উত্তর দিনাজপুরের কর্ণজোরার আলোকধারা ভবনে।

আমানত ফাউন্ডেশন এর পক্ষ থেকে ও ইউনিসেফের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সামাজিক ও ব্যবহারিক পরিবর্তন ও শিশুদের অধিকার, এই বিষয়ে একটি সেমিনার আয়োজিত হয়, “ফেইত ফর লাইফ”। মূলত মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য শিশু সুরক্ষা, পুষ্টি ও পরিচ্ছন্নতা এই পাঁচটি বিষয়কে লক্ষ্য রেখে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের বোঝানো হয়। সাথে একথাও জানানো হয় তারা যেন আগামীতে গ্রামে গ্রামে এই বার্তা গুলি তুলে ধরেন কারণ গ্রামে এখনো বেশকিছু মানুষ এই বিষয়গুলি সম্পর্কে সচেতন নন, তারা তাদের এলাকার আরও মহিলাদের একত্রিত করে আগামীতে গ্রামবাসীদের সচেতন করতে পারলে তবেই হবে এই অনুষ্ঠানের স্বার্থকতা বলে জানান আমানত ফাউন্ডেশনের উত্তর দিনাজপুরের কনভেনর মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *