July 20, 2024

অনূর্ধ্ব _১৪ সুব্রত কাপ ফুটবলে অংশ নিতে কালিয়াগঞ্জ কুনোর কালিচরন বিদ্যালয়ের ছাত্ররা কলকাতার উদ্দেশ্যে রওনা

1 min read

অনূর্ধ্ব _১৪ সুব্রত কাপ ফুটবলে অংশ নিতে কালিয়াগঞ্জ কুনোর কালিচরন বিদ্যালয়ের ছাত্ররা কলকাতার উদ্দেশ্যে রওনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮আগস্ট:অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহন করতে বুধবার উত্তরবঙ্গ থেকে একমাত্র উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কালিয়াগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। জানা যায় ২০১৯ সালে কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয় সুব্রত কাপ ফুটবলে রানার্সের গৌরব অর্জন করেছিল। কোভিডের কারনে ২০২০ এবং ২০২১ সালে সুব্রত কাপ ফুটবলের প্রতিযোগিতা বন্ধ ছিল। খবর নিয়ে জানা যায় সুব্রত কাপ ফুটবলের শেষবার কুনোর কালি চরন উচ্চ বিদ্যালয় রানার্স হওয়ার সুবাদে এবার রাজ্য পর্যায়ের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে কুনোর কালিচরণ বিদ্যালয়ের দল।

আগামী ১৯ ও ২০ আগস্ট কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাজা থেকে মোট ৮টি বিদ্যালয়ের দল অংশ গ্রহণ করবে। অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার উদ্দেশ্যে যাবার পুর্ব মুহূর্তে কালিয়াগঞ্জ রেল স্টেশনে কুনোর কালিচরন বিদ্যালয়ের ফুটবল টিমকে স্টেশনে গিয়ে সম্বর্ধনা জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপন দে,

 

মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দেব শর্মা,বিশিষ্ট সমাজ সেবি বাপ্পা সরকার, কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয়ের টি আই সি শিক্ষক মনোজ কুমার সরকার, সহ শিক্ষ্ক উত্তম ঘোষ,কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ,যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি অমিত কুন্ডু এবং কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে রণজিৎ মন্ডল ফুটবল খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন। জানা যায় আগামী শুক্রবার ১৯ আগস্ট সকালে যুব ভারতী স্টেডিয়ামে কুনো র কালিচরন বিদ্যালয়ের সাথে বর্ধমান কৃষ্ণদেব উচ্চ বিদ্যালয়ের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে শনিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *