বুনিয়াদপুর পৌর সভার উদ্যোগে “খেলা হবে দিবস”উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো-
1 min readবুনিয়াদপুর পৌর সভার উদ্যোগে “খেলা হবে দিবস”উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭আগস্ট: সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে তথা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদ পুরের শেরপুর ফুটবল ময়দানে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বুনিয়াদপুর পৌরসভার ব্যবস্থাপনায় একদিনের খেলা হবে দিবস উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলার উদ্বোধন করেন বলে লাথি মেরে বুনিয়াদপুর পৌর সভার পৌর পিতা অখিল চন্দ্র বর্মণ এবং দক্ষ গোল রক্ষকের ভূমিকা পালন করেন বুনিয়াদপুর পৌরসভার উপ পৌর পিতা জয়ন্ত কুন্ডু।উপস্থিত ছিলেন যুব আধিকারিক কাজল তালুকদার এবং যুব কল্যান দপ্তরের কর্মী শঙ্খদীপ সরকার।খেলা হবে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় এক ও দুই নম্বর ওয়ার্ড এবং রানার্স দলের গৌরব অর্জন করে ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড। খেলায় যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়দের জার্সি উপহার দেওয়া হয়। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বুনিয়াদপুর পৌরসভার পৌরপিতা অখিলচন্দ্র বর্মন উপ পৌর পিতা জয়ন্ত কুন্ডু এবং যুব কল্যাণ আধিকারিক কাজল তালুকদার। ফুটবল খেলা দেখবার জন্য ব্যাপক মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মত