October 20, 2024

গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র অন্য গ্রামে নিয়ে যাবার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামে

1 min read

গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র অন্য গ্রামে নিয়ে যাবার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামে

রাধারানী ঠাকুর ,কালিয়াগঞ্জ১৮ আগস্ট: -গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র কোন অবস্থায় অন্যত্র নিয়ে যাওয়া যাবেনা। এমনটা যদি হয় তাহলে গ্রামবাসীরা ব্যাপক আন্দোলনে যেতে বাধ্য হবে।কোন অবস্থায় মেনে নিবে না গ্রামবাসীরা।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামের বাসিন্দারা এই দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তাদের গ্রামে।তাদের দাবি তারা বহুদিন ধরে সিংতোর, ও অনাউন গ্রামের এই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে আসছেন।

আই গ্রাম থেকে তিন থেকে চার কিমি দূরে কোন অবস্থাতে এই অঞ্চলের গর্ভবতী মায়েদের পক্ষে এত দূরে যাওয়া সম্ভব নয়।গ্রাম পঞ্চায়েত সদস্য কমল দেব শর্মা বলেন আমাদের এলাকা থেকে কার নির্দেশে এই উপ স্বাস্থ্য কেন্দ্র ধামযায় তুলে নিয়ে যাওয়া হয়েছে? এ ব্যাপারে কালি এখন পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার বলেন এই ঘটনা কিভাবে ঘটলো ঠিক বলতে পারছি না।

তবে সিং তোর গ্রাম থেকে এই স্বাস্থ্য উপ-স্বাস্থ্য কেন্দ্র নিয়ে কোন সমস্যা না হয় সেটা দেখা হবে।যায় থেকে বিলমবেকিন্তু হঠাৎই কোন এক অজ্ঞাত কারণে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি এখান থেকে সরিয়ে দিয়ে ধামজাতে নিয়ে যাওয়া হয়ছে কাদের মতামত নিয়ে? আগামী দিনে যদি এর সঠিক বিচার না হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তম আন্দোলনের পথে পা বাড়াবে বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানায় এখন যেখানে আছে এই উপস্বাস্থ্য কেন্দ্র সেটা সবার ই পক্ষে ভালো ।শুধু তাই নয় যাতায়াতের ও সমস্যা হয় না ।কিন্তু এখন যেখানে হচ্ছে সেটা এই গ্রাম থেকে তিন কিমি দূরে ধামজা গ্রামে।যা গ্রামবাসীদের পক্ষে ভীষন অসুবিধা হবে। এটা কোন অবস্থায় মেনে নেওয়া যাবেনা।বৃহস্পতিবার গ্রামবাসীরা আনাউন গিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় । এদিকে আনাউন ,বৈদন এবং ধামজার গ্রামবাসীদের নিয়ে গড়া নতুন সব সেন্টারের হেলথ অ্যাসিস্ট্যান্ট এমিলি রায় বলেন ,আজকে নতুন সেন্টারে আসার গ্রামবাসীরা একত্রে এসে তাকে বলেন কোন অবস্থাতেই তারা ধাম জায় আসবেন না। বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান হৃদয় চন্দ্র সরকার বলেন স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ না পেলে কি ভাবে একটি উপ স্বাস্থ্য কেন্দ্র অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব?

8 thoughts on “গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র অন্য গ্রামে নিয়ে যাবার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *