নেতাজী পল্লী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে যতচিত মর্যাদায় স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন
1 min readনেতাজী পল্লী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে যতচিত মর্যাদায় স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৫ আগস্ট: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নেতাজী পল্লী রামকৃষ্ণ জি এস এফ পি বিদ্যালয়ে যথোচিত মর্যাদায় স্বাধীনতার ৭৫ তম বর্ষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত গুহ এক সাক্ষাৎকারে জানান সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এলাকায় একটি শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে বিদ্যালয়ে স্বাধীনতার ৭৫ তমবর্ষের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সেনা আধিকারিক প্রনয় সরকার।
তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা পরায়ণ হয়ে দেশকে যেমন ভালোবাসতে হবে তেমনি মাতা পিতা সহ গুরুজনদের প্রতি ক্ষেত্রে সন্মান প্রদর্শন করতে হবে বলে উপদেশ দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত গুহ ছাত্র ছাত্রীদের বলেন মানুষের মত মানুষ হয়ে
একদিকে যেমন বড় হয়ে দেশের কাজ করতে হবে তেমনি বাড়ির সবার মুখ উ্জ্বল করার মত কাজ তোমাদের করতে হবে বলে স্বাধীনতা দিবসের দিনে ছাত্র ছাত্রীদের উপদেশ দেন। বিদ্যালয়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে নৃত্য পরিবেশন করে সুমি দত্ত।আবৃত্তি পরিবেশন করেন দেবজিত দাস এবং কুণাল সাহা।