কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জের বর্তমানের কথার দপ্তরে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত_
1 min readকালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জের বর্তমানের কথার দপ্তরে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত
শুভ আচার্য,১৫আগস্ট:সোমবার সকালে সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে বহুল প্রচারিত বর্তমানের কথা পোর্টাল তথা পাক্ষিক সংবাদ পত্রের দপ্তর থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭৫তম স্বাধীনতার বর্ষপূর্তি উৎসব পালন করা হয়।
পতাকা উত্তোলন করে শুদ্ধ মনের শিশু কৃষ্ণেন্দু সাহা আগামী দিনে যে শিশু একদিন এই দেশের গুরুত্বপূর্ন নাগরিক হবে যা নিশ্চিত ভাবেই বলা যায়।সে বলেছে দেশ সামনের দিকে এগিয়ে চলুক আমরা বড় হয়ে দশ হাতে দেশের উন্নয়ন করবো।
পত্রিকার সম্পাদক তপন চক্রবর্তী বলেন আমরা সবাই ভারতবাসী।আমাদের সবার একটাই কাজ জাতি ধর্ম নির্বিশেষে দেশের মানুষের উন্নয়নের সাথে সাথেদেশের সার্বিক উন্নয়ন করা।উপস্থিত ছিলেন সাংবাদিক তন্ময় চক্রবর্তী,সাংবাদিক পিয়া গুপ্তা চক্রবর্তী,শুভ আচার্য, সীমা জয়সোয়াল সহ অনেকেই।