না ফেরার দেশে মনি বোস আজ সবাইকে বাই বাই জানিয়ে চলে গেলো
1 min readনা ফেরার দেশে মনি বোস আজ সবাইকে বাই বাই জানিয়ে চলে গেলো
তপনচক্রবর্তী,কালিয়াগঞ্জ১২জুলাই: কালিয়াগঞ্জের সংস্কৃতি জগতের প্রাণ পুরুষ, কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সদা হাস্যময় কালিয়া গঞ্জের সবার প্রিয় মানুষ মনিদা মনি বোস (অরুণ বোস)মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কলকাতা নেতাজী সুভাষ ক্যান্সার ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন।জানা যায় বেশ কিছুদিন থেকেই দুরারোগ্য এক অসুখে শয্যাশায়ী ছিলেন। গত ৫ই জুলাই কলকাতার নেতাজি সুভাষ ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি হন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।মৃত্যু কালে স্ত্রী এবং দুই মেয়ে রেখে গেছেন। মনি বোস কর্ম সূত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একজন দক্ষ কর্মীর সাথে সাথে একজন ব্যাংকের ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
তিনি কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের চার্টার মেম্বার ছিলেন(প্রতিষ্ঠাতা সদস্য)।মনি বোস মানুষটি ছিলেন নানান গুণের অধিকারী।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব পরিচালিত এবং মনি বোস পরিচালিত ও অভিনীত “দৃষ্টি” ছবি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিতে পেরেছিল না ফেরার দেশে চলে যাওয়া মনি বোস। যা আজও সবার হৃদয়ে রয়ে গেছে। কালিয়াগঞ্জ বসন্ত উত্সবের মূল স্রষ্টা ছিলেন মনি বোস তার অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগ শুরু হয়েছিল দৃষ্টিনন্দন বসন্ত উৎসব।।দৃষ্টির লক্ষে পদযাত্রায় কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি মনি বোস এবং লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর সুরেশ্ সারাফের ভূমিকা আজও সবার মনে থাকার কথা। লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর সুরেশ্ সরাফ বললেন মনি বোসের কর্মকান্ড সবাইকে উজ্জীবিত করেছিল।আমি হারালাম খুব কাছের একজন বন্ধুকে।ওর চিরশান্তি কামনা করি। ভোলা মনি দুই জুটির মনি চলে যাওয়ায় ভোলা (সুদীপ)ভট্টাচার্য বললেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব তথা পালিয়াগঞ্জ সংস্কৃতি জগতের মধ্যমণি আজ আমাদের মধ্যে নেই ভাবতেই পারছিনা।সব কিছুতেই আমরা দুজন ছিলাম এক আত্মা এক প্রাণ।কিছুই থাকলোনা আর।ও ভালো থাকুক।কালিয়াগঞ্জ লায়েন্স ক্লাবের চার্টার্ড মেম্বার দেবব্রত রায় বললেন কিছুই বলতে পারছি না। মনি বোস নেই ভাবতেই অবাক লাগছে।আর দেখা হলোনা ওর সাথে। ও যেখানেই থাকুক ভালো থাকুক। কালিয়াগঞ্জ লান্স ক্লাবের সভাপতি প্রবীর কুমার দে বললেন মনীদা ছিল একের মধ্যে সব। কোন প্রতিভা তার মধ্যে ছিল না মনিদার মধ্যে? আজ আমরা বিরাট একজন বড় হৃদয়ের মানুষকে হারালাম। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব হারালো যোগ্য একজন নেতৃত্বকে।তিনি যেখানেই থাকুন আমাদের হৃদয়ে জীবনভর থাকবে। কালিয়া গঞ্জ লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি দেবব্রত কর জানালেন।মনিদার মৃত্যুতে আমি গভীর শোকাহত। এমন প্রাণচঞ্চল্ মানুষ খুব কম দেখা যায়। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব হারালো একজন উজ্জ্বল নক্ষত্র।কালিয়াগঞ্জের প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন এমনি খবর পেলাম যা মনকে নিমেষেই ভারাক্রান্ত করে দিল।তিনি বলেন মনি বোসের সব কিছুতেই ছিল অবাধ বিচরন। কালিয়াগঞ্জের মানুষের মনি কোঠাঁই মনিদা সব সময় আছে ও থাকবে।ওর পরিবারের প্রতি সমবেদনা এবং মনিদার আত্মার শান্তি কামনা করি।জানা যায় আগামী কাল কলকাতায় মনি বোসের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে।কালিয়াগঞ্জ বর্তমানের কথার পক্ষ থেকে ভাই মনি বোসের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করে সম্পাদক তপন চক্রবর্তী জানান মানুষ হিসাবে মনি ছিল বড় হৃদয়ের।আরো বেশ কিছুদিন ওর থাকার প্রয়োজন ছিল।ওর অভাব আমরা সব সময় অনুভব করবো। ওরআত্মার শান্তি কামনা করি।