December 26, 2024

আষাঢ়ের শেষেও নেই বৃষ্টি, পাট কাটার পর জাগ দেবার জল না থাকায় চাষীদের মাথায় হাত

1 min read

আষাঢ়ের শেষেও নেই বৃষ্টি, পাট কাটার পর জাগ দেবার জল না থাকায় চাষীদের মাথায় হাত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১জুলাই: আষাঢ় মাসের শেষেও বৃষ্টি না থাকায় পাট চাষীরা সমস্যায়।পাট কাটার পর পাট চাষীরা জল না পাবার ফলে পাট খেতেই পাট কেটে ফেলে রেখে দিয়েছে। আষাঢ় মাসে বর্ষা নেই এমন দৃশ্য শেষ কবে দেখেছেন তা বলতে পারছে না উত্তর দিনাজপুর জেলার প্রবীণ মানুষেরাও।

 

প্রবল দাবদাহে ধান চাষীরা যেমন আমন ধানের রোপন করতে পারছেনা,ঠিক একই ভাবে পাট কাটার পর পাট ভেজানোর জল না পাবার ফলে মাঠেই পাট কেটে ফেলে রাখা হয়েছে। ফলে পাটের খেতেই কাটা পাট গুলি প্রবল দাবদাহের কারণে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের মহিউদ্দিন আহম্মেদ,মুস্তাফানগর গ্রামের পাট চাষী রবেন দেবশর্মা,রাধিকাপুর অঞ্চলের।

 

মির্জাপুর গ্রামের পাট চাষী আনিসুর রহমান বলেন দীর্ঘ দিন থেকে চাষবাসের সাথে যুক্ত আছি। এই ধরনের অনাবৃষ্টির সাথে প্রচন্ড তাপদাহের কারনে পাট গাছ মাঠেই পুড়ে যাবার দৃশ্য কখনো এর আগে দেখিনি বলে জানান।,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *