December 23, 2024

বাংলার সাথে আফগানিস্তানের তুলনা হয়, গুজরাটের তুলনা হয়না খড়্গপুরে এসে “বেঙ্গল ফাইলস” নিয়ে ঠিক এরকমই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

1 min read

বাংলার সাথে আফগানিস্তানের তুলনা হয়, গুজরাটের তুলনা হয়না খড়্গপুরে এসে “বেঙ্গল ফাইলস” নিয়ে ঠিক এরকমই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

বাংলার সাথে আফগানিস্তানের তুলনা হয়, গুজরাটের তুলনা হয়না খড়্গপুরে এসে “বেঙ্গল ফাইলস” নিয়ে ঠিক এরকমই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা.সুভাষ সরকারের বেঙ্গল ফাইলস সম্পর্কে করা মন্তব্যের পরিপ্রক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের গুজরাট ফাইলস নিয়ে করা টুইটে যে বিতর্ক শুরু হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, গুজরাট আর বাংলার মধ্যে ফারাক হচ্ছে, সবাই বাংলা ছেড়ে বেরিয়ে যায়, আর সেখানে গুজরাটে গোটা বিশ্বের মানুষ আসে।

 

রাজমিস্ত্রি থেকে পরিযায়ী শ্রমিক, শিক্ষিত-অশিক্ষিত সবাই বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আজকে প্রাণের ভয়ে হোক, কেসের ভয় হোক আর পেটের টানে হোক সবাই বাংলা ছেড়ে চলে যাছে। সেখানে গুজরাটে মানুষের থাকা-খাওয়া সুরক্ষার ব্যবস্থা আছে। গুজরাটে রাতে রাস্তায় ঘুরে বেড়ালে কেউ জিজ্ঞাসা করে না আর এখানে বাচ্চাদের পুড়িয়ে মারা হচ্ছে । বিরোধীদের হাজার-হাজার কেস দেওয়া হচ্ছে, মেরে গাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। তাই শ্রী ঘোষ বলেন, গুজরাটের সাথে বাংলার তুলনা হয়না । বেঙ্গল ফাইলস হতেই পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *