December 22, 2024

চিকিৎসকই নেই, বন্ধ চিকিৎসা পরিষেবা

1 min read

চিকিৎসকই নেই, বন্ধ চিকিৎসা পরিষেবা

চিকিৎসকই নেই, বন্ধ চিকিৎসা পরিষেবা । ডাক্তারের অভাবে দীর্ঘ দিন ধরে বন্ধের মুখে বাঁকুড়ার শালতোড়া ব্লকের কাশতোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানে গেলে মনে হয় যেন কোনও ধ্বসংস্তূপ।ঝোপজঙ্গলে ঢেকে গিয়েছে স্বাস্থ্য কেন্দ্রের একাংশ। রাতের অন্ধকারে চলে মদের আসর ।পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনও বালাই নেই। আশপাশের নানা গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা এই প্রাথমিক কেন্দ্রের উপরে নির্ভরশীল। বাসিন্দাদের অভিযোগ, এখানে কোনও চিকিৎসক আসেন না। তাই রোগ হলে তাঁরা এ দিকে আসেনই না।

তাঁরা জানান, বছর কয়েক আগেও রোজ চিকিৎসকের দেখা মিলত। ওষুধও পাওয়া যেত। সে সব এখন অতীত। এখন প্রাথমিক চিকিৎসাটুকুও হয় না ।এখন কেন্দ্রটি সামলান স্বাস্থ্যকর্মী শোনালী গরাই ও ফার্মাসিস্ট গনেশ চন্দ্র মন্ডল। গনেশ বাবু জানান ডাক্তার না আসায় রোগীদের বিনা প্রেসক্রিপশনে দরকারি ঔষধ তিনিই দেন, এভাবেই চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। তাঁর দাবি, রোজ রাতে চোরের উপদ্রব হয়। হাসপাতালটিতে নেই কোনো পাহারাদারও।স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে রোগী দেখা বন্ধ এখানে। তবে শেষ কবে চিকিৎসক এসেছিলেন তা তারা জানেনই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *