December 21, 2024

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার উদ্যোগে ইসলামপুর পুলিশ ডিসটিক চ্যাম্পিয়ন টফি অনুষ্ঠিত হলো লোধন হাই স্কুল ময়দানে

1 min read

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার উদ্যোগে ইসলামপুর পুলিশ ডিসটিক চ্যাম্পিয়ন টফি অনুষ্ঠিত হলো লোধন হাই স্কুল ময়দানে

পুলিশ সাধারণ মানুষের সম্পর্ক উন্নতি করতে মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে রাজ্যের প্রত্যেকটি পুলিশ জেলায় প্রত্যেকটি থানায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এমনই জানালেন রাজ্যের মন্ত্রী গোয়ালপোখর এর বিধায়ক গোলাম রব্বানী।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার গোয়ালপোখর থানার উদ্যোগে ইসলামপুর পুলিশ ডিসটিক চ্যাম্পিয়ন টফি ২০২২ অনুষ্ঠিত হলো লোধন হাই স্কুল ময়দানে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর এর বিধায়ক গোলাম রব্বানী।ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ গোয়ালপোখর এক এর বিডিও,আইসি গোয়ালপোখর সহ বিভিন্ন আধিকারিক রা উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা সম্পন্ন হয়।এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গোয়ালপোখর ব্লকের কাটা ফুলবাড়ী ও শোলপাড়া তীব্র উত্তেজনার মধ্যেই খেলা শেষ হয়। শোলপাড়া 2গোলে যেতে। মন্ত্রী বলেন খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভালো খেলাধুলা করলে মন ভাল থাকে পড়াশোনা ভালো হয়। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে এই খেলা শুরু হয়েছে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি পুলিশ জেলায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন মুখ্যমন্ত্রী যেমন বলেন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার সেরকমই এই খেলার মাধ্যম দিয়ে করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন খেলাধুলা করুন শরীর চর্চা করুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *