দমকল কেন্দ্র গড়তে উদ্যোগ নিল বিধায়ক হামিদুল রহমান
1 min readদমকল কেন্দ্র গড়তে উদ্যোগ নিল বিধায়ক হামিদুল রহমান
রাকেশ রায় চোপড়া ব্লকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খোয়ানো বাসিন্দাদের স্বস্তি দিতে দমকল কেন্দ্র গড়তে উদ্যোগ নিল স্থানীয় তৃনমূল বিধায়ক হামিদুল রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাসিন্দাদের দমকল কেন্দ্রের দাবী জোড়ালো হয়ে উঠছিল। ইসলামপুর থেকে দমকল বাহিনী চোপড়ার প্রত্যন্ত এলাকায় পৌঁছনোর আগেই অগ্নিকান্ডে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যাচ্ছিল।চোপড়ায় দমকল কেন্দ্র গড়ে উঠলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাবে বলে মত বিধায়ক হামিদুল সাহেব থেকে শুরু করে বাসিন্দাদেরও।
পরিশেষে তৃনমূল বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে চোপড়ার দাসপাড়া এলাকায় দমকল কেন্দ্র গড়ে তুলতে এক ধাপ এগিয়ে এলো পশ্চিমবঙ্গ দমকল বিভাগ। মঙ্গলবার দমকল কেন্দ্রের বিভাগীয় দপ্তরের আধিকারিকরা জমি পরিদর্শনে আসেন। সাথে ছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এবং ঘিরনীগাঁও অঞ্চলের তৃণমূল সভাপতি মহম্মদ আশরাফুল সহ দাসপাড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। দাসপাড়া পুলিশ ফাঁড়ি চত্বরে একটি জায়গা পরিদর্শন করে আধিকারিকরা দমকল কেন্দ্রের জন্য চিহ্নিত করেন। এছাড়াও খুব শীঘ্রই সেই জায়গায় দমকল কেন্দ্রের কাজ শুরু হবে বলেও আধিকারিকরা আশ্বস্থ করেছেন। সবমিলিয়ে দমকল কেন্দ্র গড়ে তোলার খবর জানাজানি হতেই চোপড়া জুড়ে স্বস্তির বাতাবরণ।