উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমা হাসপাতাল ক্যাম্পাসে সরকারি জমিতে গজিয়ে ওঠা দোকানপাট সরানোর কাজ শুরু করলো মহাকুমা প্রশাসন।
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমা হাসপাতাল ক্যাম্পাসে সরকারি জমিতে গজিয়ে ওঠা দোকানপাট সরানোর কাজ শুরু করলো মহাকুমা প্রশাসন।
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমা হাসপাতাল ক্যাম্পাসে সরকারি জমিতে গজিয়ে ওঠা দোকানপাট সরানোর কাজ শুরু করলো মহাকুমা প্রশাসন। এর আগেই দোকানদারদের ১০ দিনের সময় দেওয়া হয়েছিল যাতে তারা নিজ নিজ দোকান সরিয়ে নিতে পারে ।
আগামীকাল অর্থাৎ পহেলা জুন সেই সময়সীমা শেষ হওয়ার কথা কিন্তু দোকানদাররা এই দিন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় আধিকারিকরা তাদের দোকান সরিয়ে নিয়ে যেতে বলে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে কয়েকটি দোকান সরিয়ে দেন দিতে বলেন এবং দোকান ভাঙ্গা শুরু হয়। বাকিদের আগামীকাল সরিয়ে দেওয়া হবে প্রশাসন সূত্রে জানা যায় হাসপাতাল ক্যাম্পাসে এই অবৈধ দখলের জন্য যানজটের সমস্যা হচ্ছিল। ব্যস্ত সময়ে রোগী নিয়ে এম্বুলেন্স সমস্যার মুখে পড়েছিল। সমস্যার সমাধানে ক্যাম্পাস জবর দখল মুক্ত করা হচ্ছে। যদিও দোকানদারদের একাংশ দাবি তুলেছিল বর্ষার পরে সরানোর জন্য তাদের অভিযোগ মহাকুমা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষক তাদের দাবিতে কর্ণপাত না করে অবশেষে বাধ্য হয়ে দোকান সরাতে হচ্ছে।