December 21, 2024

বিপাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীরা,পাঁচ দিন পরেও বিদ্যুৎ স্বাভাবিক হয় নি –

1 min read

বিপাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীরা,পাঁচ দিন পরেও বিদ্যুৎ স্বাভাবিক হয় নি –

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পাঁচ দিন পূর্বে ঝড়ে লন্ড ভন্ড হওয়া বিদ্যুৎ বিভ্রাটের জেরে কালিয়াগঞ্জ স্টেট জেলারেল হাসপাতালের রোগীরা বর সমস্যায় হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা চালু না হবার কারনে অপারেশন থেকে অনেক গুরুত্বপূর্ণ অপারেশন কেস রেফার করে অন্যত্র পাঠানো হচ্ছে বলে জানা যায়। যদিও কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তর চেষ্টা করছে যাতে দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়।গত বৃহস্পতিাবারের প্রবল ঝড়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং ট্রেনিং সেন্টারের সামনের

একটি বিশাল গাছ উপড়ে পড়ে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল চত্বরের সমস্ত কেবল খারাপ হবার ফলেই নাকি হাসপাতাল চত্বরে এই বিপত্তি ঘটে।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আনন্দ গোপাল মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন প্রাকৃতিক বিপর্যয় কখনো বলে আসেনা।এখানে অপারেশন বিদ্যুতের।কারনে বন্ধ থাকলেও রায়গঞ্জ মেডিকেল কলেজে সেই অপারেশন করানো হচ্ছে।

 

গত কয়েকদিনে মোট চার পাঁচটি অপারেশন কেস রেফার করেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ। পূর্ত দপ্তরের বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমেন মান্না বলেন হাসপাতাল কেবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমস্ত তাই নষ্ট হয়ে গেছে তাই নতুন সংস্কৃতি সে পুনরায় লাগাতে হচ্ছে আমরা দ্রুত তার সাথে কাজ করছি।খুব শীগ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তাপস রায় বলেন হাসপাতাল চত্বরে গাছ কাটার জন্য ফরেস্ট দপ্তরকে বলা হয়েছে তারা ব্যাপারটি দ্রুততার সাথে দেখছে।এদিকে রায়গঞ্জ বন দপ্তরের আধিকারিক প্রদীপ কর চৌধুরী সাংবাদিকদের জানান ওয়েস্ট বেঙ্গল ট্রিস প্রটেকশন অ্যান্ড কনসারভেশন নন ফরেস্ট এরিয়া রুলস ২০০৬ এ্যাকট ২০০৭ অনুযায়ী হাসপাতাল কর্তপক্ষ নিজেরাই গাছ কাটতে পারে একটি ফর্ম ফিলাপ করে জমা দিলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *