December 21, 2024

উত্তর দিনাজপুর জেলার খো খো খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ কৃষ্ণ কুমার চক্রবর্তী-

1 min read

উত্তর দিনাজপুর জেলার খো খো খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ কৃষ্ণ কুমার চক্রবর্তী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৩ সোমবার কাক ভোর থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের নিয়ে দুই দিনের খো খো প্রশিক্ষণ দিলেন ব্যান্ডেল থেকে আগত বেঙ্গল খো খো কোচ কৃষ্ণ কুমার চক্রবর্তী। খো খো খেলাকে কিভাবে মানুষদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় শুধু নয় খো খো খেলোয়াড় হিসাবে নিজেকে কি ভাবে প্রতিষ্ঠিত করা যায় তা তিনি ডেমনেস্ট্রেশনের মাধ্যমে তুলে ধরেন।কোচ কৃষ বাবু বলেন উত্তর দিনাজপুর জেলার এই সব খো খো খেলোয়াড়দের বর অসুবিধা আর্থিক সামর্থ্য না থাকাটা।

এই সমস্ত ছেলেদের মধ্যে যথেষ্ট জানার ইচ্ছা আছে।এরা অত্যন্ত বাধ্য। শুধু চাই এদেরকে নিয়ে প্রতিদিন প্রশিক্ষণ পর্ব চালাতে হবে। তিনি বলেন উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সিনিয়ার বয়েজ গ্রুপের ছেলেরা আগামী ২৬ থেকে ২৯ সে মে পর্যন্ত হুগলির ভদ্রেশ্বরে রাজ্য স্তরে আন্তঃ জেলা খো খো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।তার ধারনা এরা খুব ভালো খেলবে বলেই তার দৃঢ় বিশ্বাস।কারন এদের মধ্যে যথেষ্ট প্রতিভাবান ছেলে রয়েছে।

যাদেরকে আমাদের কি তৈরি করতে হবে।খো খো প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা খোখো এসোসিয়েশনের সম্পাদক বরুন দাস। তিনি বলেন খো খোর বেঙ্গল কোচ কৃষ্ণ কুমার চক্রবর্তী আগামী কাল মঙ্গলবার লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবন এবং বুধবার ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের খো খো খেলোয়াড়দের সাথে কথা যেমন বলবেন তেমনি তাদের খো খো খেলার প্রতি উৎসাহ বাড়াতে খেলার নানান ধরনের টিপস দেবেন বলে বরুণ দাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *