October 4, 2024

সাইকেল রেলি মাধ্যমে সরকারের ১১বছর পুর্তি উদযাপন

1 min read

সাইকেল রেলি মাধ্যমে সরকারের ১১বছর পুর্তি উদযাপন

সাইকেল রেলি মাধ্যমে সরকারের ১১বছর পুর্তি উদযাপন ব্লক প্রশাসনের উদ্দ্যোগে।এই দিন দুপুরে রঙ্গীন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।চাকুলিয়া ব্লকের নিশিন্দারা মোড় থেকে সাইকেল চালিয়েরওনা হয় মহকুমা শাসক এবং

চাকুলিয়া ব্লকের বিডিও ও একাধিক জনপ্রতিনিধি ও ছাত্র ছাত্রীরা আদিবাসী পাড়া এলাকায় পৌছায়।অংশগ্রহণ করেন ইসলামপুরের মহকুমা শাসক মোঃ আব্দুল শাহেদ বিডিও কানাইয়া কুমার রায়৫ কিমি পথ কখনও হেটে কখনও সাইকেল চালান তারা।কয়েকশো মানুষের আংশগ্রহণ শেষে রাজ্য সরকারের নানা পরিকল্পনা সকলের সামনে তুলে ধরা হয় । নানা রকমের সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়।

7 thoughts on “সাইকেল রেলি মাধ্যমে সরকারের ১১বছর পুর্তি উদযাপন

  1. Also, consider signing up for our free discount card and continue to refill Viagra at a cheap price buy cialis canadian 650 There are strict contraindications to alcohol and to medications that inhibit CYP3A4, including oral contraceptives and fluconazole

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *