December 10, 2024

মুখ্যমন্ত্রী সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ঘাটাল পৌরসভার উপ পৌরপিতা সহ আহত দুই তৃণমূল কর্মী।

1 min read

মুখ্যমন্ত্রী সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ঘাটাল পৌরসভার উপ পৌরপিতা সহ আহত দুই তৃণমূল কর্মী।

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। মুখ্যমন্ত্রী সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ঘাটাল পৌরসভার উপ পৌরপিতা সহ আহত দুই তৃণমূল কর্মী।ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন। তাকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ স্তরে কর্মী সভা থেকে অজিত বাবু এবং সাথে আরো কয়েকজন একটি গাড়িতে ঘাটালে ফিরছিলেন।দাসপুর থানার অস্তল স্টপেজ গাড়ির প্রথম চাকা বাস্ট হলে গাড়িটি রাস্তায় উলটে যায়।স্থানীয় মানুষজন এসে অজিতবাবু এবং অন্যান্যদের উদ্ধার করে।অজিত দের মাথায়, পায়ে এবং পাঁজরে আঘাত লেগেছে। অজিত দে কে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত জানান, তার চিকিৎসা যাতে যথাযথ হয় তার ব্যবস্থা করে করা হয়েছে।প্রয়োজনে অন্যত্র নিয়ে যাওয়া হবে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *