October 27, 2024

রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে কলকাতা হাই কোর্টের চার বিচারপতির উপস্থিতিতে মধ্যস্থতার মাধ্যমে বিচারের নিষ্পত্তি নিয়ে আঞ্চলিক আলোচনা চক্র

1 min read

রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে কলকাতা হাই কোর্টের চার বিচারপতির উপস্থিতিতে মধ্যস্থতার মাধ্যমে বিচারের নিষ্পত্তি নিয়ে আঞ্চলিক আলোচনা চক্র

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর ২৩ এপ্রিল:শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসনের অডিটরিয়ামে কোলকাতা হাই কোর্টের চার মাননীয় বিচারপতিদের উপস্থিতিতে মধ্যস্থতা সংক্রান্ত একটি একদিনের আঞ্চলিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। আলোচনা চক্র মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার মামলার পাহাড় কমাতে আদালতের চেষ্টায় মধ্যস্থতার মাধ্যমে কিভাবে

বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। জেলায় যে সব মামলা সহযেই মিটিয়ে নেওয়া সম্ভব মধ্যস্থতাকারীর সহযোগীতায় তার বিষয়ে সচেতন করতে কলকাতা উচ্চ আদালতের চার বিচারপতি আলোচনা চক্রে অংশগ্রহণ করেন।আলোচনা চক্রে উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার আদালতের বিচারক, আইন জীবি ও কিছু মামলা কারি এদিন উপস্থিত হন ।

 

জমি নিয়ে ভাই-ভাই বিবাদ, বিবাহ সংক্রান্ত ও খরপোষ মামলার ভির আদালতে না বাড়িয়ে আপোস-সহায়ক কথাবার্তার মধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেবার সাথে সাথে সবার মধ্যে যাতে এই সংক্রান্ত ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পায় সেদিকেও নজর দেওয়া হয়। এই আঞ্চলিক বিচার ব্যবস্থা সংক্রান্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ আদালতের বিচারক মাননীয় সৌমেন সেন,বিশ্বজিৎ বসু, হিরণময় ভট্টাচার্য এবং সৌগত ভট্টাচার্য।

 

উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার সহ তিন জেলার বিচারকগণ,আইনজীবী সহ মামলাকারিগন।আলোচনা চক্রের আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয় দিনের পর দিন মামলার পাহাড় না জমিয়ে একটি মধ্যস্থতাকে হাতিয়ার করে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *