বেকার যুবকদের ৭৫০০ টাকা ভাতা, স্নাতক হলেই ৫০০০
1 min readবেকার যুবকদের ৭৫০০ টাকা ভাতা, স্নাতক হলেই ৫০০০
দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে দ্রুত বেড়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে বেকার যুবকদের জন্য বেকার ভাতা দিতে যাচ্ছে এই সরকার।
Unemployment Allowance: কে পাবেন কত টাকা
সম্প্রতি এই ঘোষণা করেছে দিল্লির কেজরিওয়াল সরকার।
তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই স্কিম। কেবল যেসব যুবকরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য হোঁচট খাচ্ছেন, তাদের জন্যই এই ভাতা। সরকারি নিয়ম অনুসারে স্নাতক শেষ করে চাকরি পাননি এমন যুবকদের মাসে 5,000 টাকা বেকার ভাতা দেবে দিল্লির সরকার। পাশাপাশি স্নাতকোত্তর (পিজি)দের জন্য বেকার ভাতা হিসাবে দেওয়া হবে 7,500 টাকা।
Unemployment Allowance: এই ভাতার সুবিধা পাবেন এই যুবকরা
দিল্লি সরকার স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পাশাপাশি আরও একটি যোগ্যতা যুক্ত করেছে কেজরিওয়ালের সরকার। নিয়ম অনুসারে, কেবল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজেদের নাম নথিভুক্ত করা যুবকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মূলত, প্রতিটি রাজ্যে কর্মসংস্থানের এক্সচেঞ্জ থাকে। রাজ্যের বেকার যুবকের সংখ্যা জানতে তথা কর্মসংস্থানের জন্যই গড়ে তোলা হয় এই পরিকাঠামা।
বেকার ভাতা পেতে এই নথিগুলির প্রয়োজন হবে-
প্রকল্পের সুবিধা নিতে, যুবকদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
তাদের এই নথির প্রয়োজন হবে
আধার কার্ড
প্যান কার্ড
বাড়ির ঠিকানার প্রামাণ্য নথি
মোবাইল নম্বর
কলেজ আইডি
পাসপোর্ট সাইজ ছবি
এইভাবে স্কিমের জন্য আবেদন করুন-
দিল্লি সরকার একটি পোর্টাল তৈরি করেছে।
এই পোর্টালটি হল https://jobs.delhi.gov.in/।
এটিতে ক্লিক করুন ও জব সিকার বিকল্পটি নির্বাচন করুন।
এরপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে।
আবেদনের সব বিবরণ যেমন শিক্ষা ও ডিগ্রির বিবরণ পূরণ করতে হবে।
মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
সবশেষে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
He is a frequent guest in local and national media talking about racial violence buy cialis professional
The only randomized, placebo-controlled, double-blind multicenter study evaluating sildenafil showed a 2 buy priligy without a script
buy cialis online us These medications work by inhibiting the actions of an internal enzyme called phosphodiesterase type 5 or PDE5, for short
PayPal will not enter into transactions for any substances that have been recalled, banned, or prohibited cialis online reviews
prices pharmacy ordering drugs from canada. clomid in men
The big mouth of the basin was first divided into two halves, and then it was Anderson horny goat weed herbal complex divided by countless petals and sword energy. tamoxifen for sale