October 27, 2024

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের কবলে পড়লেন একদল মউলে

1 min read

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের কবলে পড়লেন একদল মউলে

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের কবলে পড়লেন একদল মউলে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীরখালি জঙ্গল লাগোয়া কাটা গাজিখালি এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঐ মউলেদের দলে থাকা ১১ জন মউলেই।

 

মঙ্গলবার আহতদের উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা তদন্ত শুরু করেছেন।

 

মঙ্গলবার দিনভর সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েও জলদস্যুদের কোন খোঁজ মেলেনি বলেই দাবি বন দফতরের। ঘটনার কথা স্বীকার করেছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু।

 

তবে এই মউলেরা যাদের হাতে আক্রান্ত হয়েছেন তাঁরা আদৌ জলদস্যু কিনা বা বাংলাদেশি জলদস্যু কিনা সে সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, সুন্দরবনের নদীপথে আরও বেশি করে নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *