October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাট ও ভুট্টা চাষে নিষেধাজ্ঞা জারি হল

1 min read

উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে পাট ও ভুট্টা চাষে নিষেধাজ্ঞা জারি হল

তপন চক্রবর্তী)-৫ এপ্রিল: উত্তরদিনাজপুর:– পাট ও ভুট্টা চাষে উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন ব্লকের বাংলাদেশ সংলগ্ন কাঁটাতারের এলাকায় নিষেধাজ্ঞা জারি করল সীমান্ত বাহিনী বিএসএফ।জানা যায় উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের পার্শ্ববর্তী এলাকায় পাট o ভুট্টা চাষের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়। উত্তর দিনাজপুর জেলার কৃষি দপ্তর সুত্রে জানা যায় জেলার ৯টি ব্লকের মধ্যে ৭টি ব্লক ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা।যার মধ্যে আছে কালিয়াগঞ্জ,রায়গঞ্জ,করন দীঘি, হেমতাবাদ,চোপড়া,গোয়াল পোখর (১ ও২)।বি এস এফ্ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া আছে। সেখান থেকে ৩০০মিটার দূরে পাট ও ভুট্টা চাষ দুটোই করা যাবে

 

।বি এস এফ্ সূত্রে বলা হয় যেহেতু পাট ও ভুট্টার গাছ আনুমানিক চার ফুট উচ্চতা হয়ে থাকে তাই এই উচ্চতার একমাত্র কারনে সীমান্তে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অসুবিধা হয়। সেই কারণেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।উত্তর দিনাজপুর জেলার সহ্ কৃষি অধিকর্তা শফিক উল আলম এক সাক্ষাৎকারে জানান আমরা এ ব্যাপারে নির্দেশ পেয়েছি। সেই কারনে বাংলাদেশ সীমান্তে অবস্থিত যে সমস্ত ব্লক আছে সেই সমস্ত ব্লকের কৃষি অধিকর্তা দের সাথে আমাদের আলোচনা হয়েছে। আলোচনার পর সেই সমস্ত ব্লকের কৃষি আধিকারিকরা সেই এলাকার পাট ও ভুট্টা চাষীদের সাথে আলোচনা করে তাদের এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়া হয়েছে।তিনি বলেন দেশের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বড় বড় ব্যাপার। তাই বিএসএফের নির্দেশিকা আমাদের নিরাপত্তার স্বার্থেই মেনে চলতে হবে। উত্তর দিনাজপুর জেলার সহ কৃষি অধিকর্তার শফিক উল আলম বলেন উত্তর দিনাজপুর জেলায় পাট চাষ করে থাকে আনুমানিক ৬০ হাজার কৃষক এবং ভুট্টা চাষ করে থাকে দুই লক্ষ কৃষক।উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে পাট ও ভুট্টা চাষীদের নিয়ে কৃষি দপ্তর ইতিমধ্যেই আলোচনা করে তাদের দেশের নিরাপত্তার ব্যাপারটি বোঝানো হয়েছে। আমরা আশা করছি উত্তর দিনাজপুর জেলার কৃষকরা এ ব্যাপারে সব রকম ভাবে জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করবে বলেই বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *