October 27, 2024

প্রশাসনের উদ্যোগে জিন গাঁও গ্রামে নাবালিকার বিয়ে রুখে দেওয়া হল

1 min read

প্রশাসনের উদ্যোগে জিন গাঁও গ্রামে নাবালিকার বিয়ে রুখে দেওয়া হল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম জিনগাওয়ে গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করতে যৌথ উদ্যোগ সক্ষম হল।খবর নিয়ে জানা যায় শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও এলাকা থেকে একটি ফোন আসে উত্তর দিনাজপুর জেলার চাইল্ড লাইনের আধিকারিক বিপুল দাসের কাছে যে জিনগাঁও এলাকায় শনিবার রাতে একটি নাবালিকার বিয়ে হবে।যদি বন্ধ করা যায় ভীষন উপকার হতে পারে।ফোন পেয়েই চাইল্ড লাইনের আধিকারিক বিপুল দাস কালিয়াগঞ্জ থানা ও ব্লক প্রশাসনের সাথে কথা বার্তা বলেই তারা জিনগাঁও গ্রামে চলে যায়।খোঁজ খবর নিয়ে বিয়ে বাড়িতে চলে গেলে বিয়ে বাড়ির মানুষজন তাদের দেখে প্রথমে ভয় পেয়ে যায়।

চাইল্ড লাইনের আধিকারিক মেয়ের বাবাকে বলেন তারা এত রাতে কেন এসেছেন।মেয়ের বাবাকে তারা বলেন আপনার মেয়ের যেহেতু বিয়ের বয়স হয়নি তাই এই বিয়ে বন্ধ করতে হবে। মেয়ের বাবাকে বুঝিয়ে বলা হয় আপনার মেয়েকে অবশ্যই পাত্রস্থ করবেন যখন মেয়ের বয়স ১৮ বছর হবে। মেয়ের বাবা ও ছেলের বাবা ও তাদের পরিবারের লোকজন প্রথমে তাদের কথা শুনে অত্যন্ত সমস্যায় পড়ে। কিছুতেই রাজি হতে চায় না। তখন কালিয়াগঞ্জ থানার পুলিশ মেয়ের বাবা কে বলে সরকারি আইন অমান্য করে মেয়ের বিয়ে দিলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বাধ্য হব। এরপর প্রশাসনের কথামতো মেয়ের বাবা লিখিত ভাবে প্রশাসনকে জানায় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার মেয়ের মেয়ের বিয়ে দেব না।১৮ বছর হবার আগে মেয়ের বিয়ে দেবার আয়োজন করে আমি ভুল কাজ করেছি।খোঁজ নিয়ে জানা যায় একাদশ শ্রেণীতে পাঠরতা জিনগাঁও টি এন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীটিরও এই বিয়েতে কোন ভেবেই মত ছিলনা।তার মতের বিরুদ্ধেই তার পরিবার জোর করেই বিয়ে ঠিক করেছিল।এই ঘটনায় চাইল্ড লাইনের বিপুল দাসের সাথে ছিলেন ব্লকের বি ডব্লিউও দেবব্রত ঘোষ, কালিয়াগঞ্জ ব্লকের বি সি ডব্লিউ মাস্তাউর রহমান মন্ডল এবং কালিয়াগঞ্জ থানার এ এস আই জিতু হাসদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *