October 27, 2024

উত্তর দিনাজপুর জেলায় শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

1 min read

উত্তর দিনাজপুর জেলায় শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর ২এপ্রিল:শনিবার রাজ্যের সাথে তাল মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। এবার উত্তর দিনাজপুর জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৯৩৪জন।এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৮৭০ জন।এদের মধ্যে ছাত্রের সংখ্যা১৭ হাজার ৪৫৪ জন ও ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ৪১৬ জন। উত্তর দিনাজপুর জেলায় এবারে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬৫ টি।যার মধ্যে প্রধান পরীক্ষা কেন্দ্র ২০ টি ও সাব সেন্টার ১৪৫টি।

এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলার শিক্ষা দপ্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত বলেন যেহেতু এবার ছাত্র ছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়েই পরীক্ষা দেবার সুযোগ পেয়েছে তাই পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষা শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয় সেই কারনে করা নজরদারির কারনে প্রতিটি বিদ্যালয়ে একজন করে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়ছে বলে দীপক কুমার ভক্ত জানান।পরীক্ষা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। জেলায় শান্তিপূর্ন ভাবে প্রথম দিনের বাংলা পরীক্ষা শুরু হয়।পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশি ব্যাবস্থা করা হয়ছে জোরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *