October 27, 2024

রাস্তার কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ

1 min read

রাস্তার কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ

রাস্তার কাজ শুরু করার দাবিতে বৃহস্পতিবার অবরোধ বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠল হাপতিয়াগছের ধুমডাঙ্গী। চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সেই কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। হাপতিয়াগছ থেকে ধুমডাঙ্গী হয়ে সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও এক বছর থেকে কাজ বন্ধ থাকায় আরও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। অসমাপ্ত রাস্তার কাজ শুরুর দাবিতে এদিন স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন।

প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। অভিযোগ দুই বছর আগে রাস্তার কাজ শুরু হলেও কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে। শুধু পাথরের উপর চলাচল করতে সবার সমস্যা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৬৩ লক্ষ টাকা। কাজ সম্পূর্ণ না করেই ফেলে রাখায় এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে স্লোগান উঠতে দেখা যায়। ঘটনাস্থলে চোপড়া থানার আইসি হেমন্ত শর্মা পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করায় অবরোধ তুলে নেওয়া হয়।

6 thoughts on “রাস্তার কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ

  1. If you do not understand the information, or have questions, talk with your healthcare provider or pharmacist cialis tadalafil The guidance does not create any legally enforceable rights for the public; nor does it operate to bind the FDA or the public

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *