October 27, 2024

তৃণমূল নেতা প্রবীর মহাপাত্র তৃণমূলে মনোনয়ন জমা দিয়েও সিম্বল না পাওয়ায় দুই ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন

1 min read

তৃণমূল নেতা প্রবীর মহাপাত্র তৃণমূলে মনোনয়ন জমা দিয়েও সিম্বল না পাওয়ায় দুই ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ফেব্রুয়ারি: মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর ভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের ডাকাবু কো নেতা প্রবীর মহাপাত্র।বুধবার মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে তৃণমূল নেতা কালিয়াগঞ্জ পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র জমা দেবার জন্য রায়গঞ্জের কর্নজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে যান।সেখানে গিয়ে কালিয়াগঞ্জ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দিলেও তাকে সিম্বল না দিয়ে মঙ্গলবার ৮নম্বর ওয়ার্ডের জন্য যিনি তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র জমা দেন সেই কমল ঘোষকে সিম্বল দিলে প্রবীর মহাপাত্র পৌর নির্বাচনে নির্দল হিসাবে

লড়াই করবার জন্য শহরের ১২ নম্ভর ওয়ার্ড এবং ৮ নম্ভর ওয়ার্ড থেকে দুটি মনোনয়ন পত্র জমা দেনএই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।তৃণমূলের নেতৃত্ব তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল সম্পাদক সুজিত সরকার বলেন প্রবীর মহাপত্রকে কালিয়াগঞ্জের কোন মানুষ তাকে চেনেনা।হটাৎ করে দিন কয়েক আগে কালিয়াগঞ্জে এসেই তিনি তৃণমূল সমর্থকদের বলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়ে কালিয়াগঞ্জে পাঠিয়েছে।তিনিই কালিয়াগঞ্জ পৌর নির্বাচনে তৃণমূলের মুখ হয়ে লড়বেন ৮ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে।এই ঘটনায় কালিয়াগঞ্জের তৃণমূল নেতারা হতবাক হয়ে যায়।পরবর্তীতে তৃণমূলের প্রার্থীদের নাম সরকারি ভাবে প্রকাশ হলে দেখা যায় প্রবীর মহাপাত্রের নাম সেই লিস্টে নেই।মঙ্গলবার তৃণমূলের ১৭জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও সেদিন প্রবীর মহাপাত্র কে মনোনয়ন পত্র জমা দিতে রায়গঞ্জে কেও দেখেনি।বুধবার মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে তিনি গিয়ে তৃণমূল নেতাদের বলেন তিনিই ৮ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র জমা দেবার জন্য কলকাতা থেকে নির্দেশ পেয়েছেন।সেই মত তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তৃণমূল দলের হয়ে ৮ নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দেবার পর তাকে সিম্বল দেওয়া হয়নি।সিম্বল দেওয়া হয়েছে কমল ঘোষকে।এই ঘটনায় কতিপয় দলীয় কর্মীদের কাছে প্রবীর মহাপাত্র হাসির খোরাকে পরিণত হয়। বেশ কিছু জায়গায় প্রবীর বাবু বলেন তিনি কালিয়াগঞ্জের তৃণমূল শহর সভাপতিকে কয়েকদিনের মধ্যেই তার পদ থেকে সরিয়ে দেবার ব্যবস্থ্যা করবেন বলে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *