October 28, 2024

উত্তর দিনাজপুর জেলায় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন-

1 min read

উত্তর দিনাজপুর জেলায় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯ নভেম্বর:উত্তর ফিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্দ্যোগে,পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ,নারী ও শিশু,সমাজ কল্যাণ দপ্তর,পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা গত ১৪ই নভেম্বর ২০২১জেলার বিভিন্ন শিশু আবাসের শিশুদের অংশগ্রহণের মাধ্যমে কর্নজোড়ায় অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির শিশু আবাস এবং

দুর্গাপুর রাজবাড়ী অবস্থিত ছেলেদের অবজারভেশন আবাসে শুভারম্ভ হয় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ।উক্ত দুটি অনুষ্ঠানে সূর্যোদয় শিশু আবাস,সি এন সি পি গার্লস ও সি এন সি পি বয়েজ ও অবজারভেশন বয়েজ শিশু আবাসের আবাসিকদের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী দীপঙ্কর পিল্লাই অতিরিক্ত জেলা সাশক(উন্নয়ন)শ্রী সৌমিত্র রায় বিশেষ পরামর্শদাতা ও প্রাক্তন সদস্য পশ্চিমবঙ্গ শিশু অধিকার

সুরক্ষা আয়োগ শ্রী প্রদীপ মহাপত্র সম্পাদক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি শ্রী অরিজিৎ মন্ডল,প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট জুভেনাইল জাস্টিস বোর্ড,শ্রী অর্ঘ ঘোষ মহকুমা সাশক রায়গঞ্জ সদর,শ্রী রাইজেন্ড লেপচা মহকুমা আরক্ষা রায়গঞ্জ,শ্রী নিলাঞ্জন মুখার্জী,জেলা সমাজ কল্যাণ আধিকারিক

,শ্রী পার্থ দাশগুপ্ত জেলা প্রকল্প আধিকারিক(আই সি ডি এস),শ্রী পার্থ সারথি দাস,অধ্যক্ষ,সূর্যোদয় হোম,শ্রী অসিত রঞ্জন দাস,জেলা শিশু সুরক্ষা আধিকারিক উত্তর দিনাজপুর উপস্থিত ছিলেন।এই উপলক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলে আবাসিক হোমের শিশুরা প্রচন্ড খুশি হয় বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *