October 28, 2024

ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যে গতি আনতে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত পরিদর্শনে আসছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সহ বেশ কিছু আধিকারিকগন

1 min read

ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যে গতি আনতে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত পরিদর্শনে আসছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সহ বেশ কিছু আধিকারিকগন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫,নভেম্বর: ভারত- বাংলাদেশের মধ্যে বাণিজ্যে দুই দেশের মধ্যে গতি আনতে আগামী১৮ই নভেম্বর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাঙলা দেশ সীমান্তের রাধিকাপুর সীমান্ত পরিদর্শনে আসছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তারিফ হোসেন ও তার সাথে আসছেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব সামসুল আরিফ। সোমবার কালিয়াগঞ্জে একটি সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।

 

কালিয়াগঞ্জের বিধায়ক বলেন কালিয়াগঞ্জের রাধিকাপুর দিয়ে বাংলাদেশের সাথে স্থল পথে বাণিজ্য শুরু করবার মত পরিকাঠামো থাকা স্বত্বেও তা কোন কারন বশত কোন কাজ হয়নি।কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক প্রয়াত প্রমথ নাথ রায়ের উদ্দ্যোগে তৈরি করা হয়েছিল টাঙ্গন নদীর উপর কংক্রিটের সেতু এবং কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর সীমান্ত পর্যন্ত চওরা পাকা রাস্তা।রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে ভারতের স্থল পথে বাণিজ্য হতে পারে

তার জন্য প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী অনেক চেষ্টা করেছিলেন।কিন্তূ সেই সময় কোন পরিকাঠামো ছিলনা স্থল পথে বাণিজ্য করবার মত।কিন্তু বর্তমানে স্থলপথে বাণিজ্য করবার মত পরিকাঠামো একদম তৈরি হয়ে আছে বলা যায়।বিধান সভা ভোটের পর সৌমেন রায় বিধায়ক হবার পর কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহল

তার কাছে আবেদন করেছিলেন রাধিকাপুর সীমান্ত দিয়ে স্থল পথে যাতে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন হতে পারে তার দিকে যেন তিনি দৃষ্টি দেন।

সেই মোতাবেক কালিয়াগঞ্জের বিধায়ক তিনি যোগাযোগ করেছেন বলে জানান। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের রাধিকাপুর পরিদর্শনে আসার খবরে জেলা প্রশাসনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *